খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: আকাশপথে হামলায় আফগানিস্তানে কমপক্ষে ১৭ জন আইএস জঙ্গিকে নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ রবিবার আফগানিস্তানের নানগারহর প্রদেশের কাছে আইএস জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর পায় মার্কিন সেনা৷ সেই মতো ড্রোন হামলায় চালানো হয় তাদের উপর৷
টোলো সংবাদসংস্থা জানিয়েছে, রবিবার নানগারহর প্রদেশের হাসকা মীনা এবং আচিন জেলায় আইএস জঙ্গিদের খোঁজে ড্রোন হামলা করা হয়৷ আচিনে ১৪ জন এবং মীনা জেলাতে তিন আইএস জঙ্গিকে খতম করা হয়৷
এই প্রদেশে গত এক বছর ধরে মার্কিন সেনা, আফগান সেনার সঙ্গে যৌথ ভাবে আইএস নিধন অভিযান চালাচ্ছে৷ এই এক বছরে একশোর উপর আকাশ পথে হামলা করে বায়ু সেনা৷ মাটিতে অপারেশন চালানোর জন্য স্পেশাল ফোর্স নামানো হয়৷ এই মুহূর্তে আফগানিস্তানে ১৪ হাজার মার্কিন সেনা আছে৷
খবর২৪ঘণ্টা.কম/রখ