খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৮ জন। বুধবার গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
আফগান গণমাধ্যমের খবর অনুযায়ী, কাবুলের পশ্চিমাংশের একটি শিয়া উপসনালয়ের কাছে বিস্ফোরণটি ঘটানো হয়। সেখানে পারসিয়ান নতুন বছর উদযাপন করতে জড়ো হয়েছিলেন শিয়া মুসলিমরা। হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে হতাহতের ঘটনাটি ঘটে।
খবর২৪ঘণ্টা.কম/রখ