1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আপিলে মনোনয়ন ফিরে পেলেন রাজশাহীতে বিএনপির দুই প্রার্থী নাদিম ও চাঁদ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

আপিলে মনোনয়ন ফিরে পেলেন রাজশাহীতে বিএনপির দুই প্রার্থী নাদিম ও চাঁদ

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮
এ্যাড. নাদিম মোস্তফা ও আবু সাইদ চাঁদ। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : 
আপিল করে মনোনয়ন ফিরে পেয়েছেন রাজশাহীতে বিএনপির দুই হেভিওয়েট প্রার্থী সাবেক এমপি এ্যাড. নাদিম মোস্তফা ও আবু সাইদ চাঁদ। রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফা ও রাজশাহী-৬ আসনে আবু সাইদ চাঁদ। শনিবার নির্বাচন কমিশনে শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। নাদিমের মনোনয়ন বৈধ ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির নেতা রোকনুজ্জামান আলম। তিনি বলেন, এ্যাড. নাদিম মোস্তফা আপিলে মনোনয়ন ফিরে পেয়েছেন। মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায় নির্বাচন করতে তাদের আর বাধা রইলোনা। আবু সাইদ চাঁদের মনোনয়ন বৈধ ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহযোগি জালাল উদ্দিন ও শামিম। তারা জানান, শনিবার নির্বাচন কমিশনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদের আপিলের শুনানি হয়। আপিল শুনানি

শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ২ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাজশাহীর রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের তথ্য গোপন ও ঋণ খেলাপির দায়ে নাদিম মোস্তফার মনোনয়ন বাতিল করেন। এরপর যাচাই-বাছাই শেষে উপজেলা চেয়ারম্যান পদের পদত্যাগপত্রের আইনি জটিলতা ও তথ্য গোপনের দায়ে আবু সাইদ চাঁদের মনোনয়ন বাতিল হয়। মনোনয়ন বাতিল হওয়ার পর গত ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সার্টিফাইড কপি নিয়ে প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তারা। আপিলে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আবু সাইদ চাঁদ কয়েক মাস ধরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team