বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির এক সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। মাঝে কয়েক বছর বিরতি দিয়ে আবারও সিনেমায় অভিনয় শুরু করেছেন। বর্তমানে শুটিং করছেন দুটি ছবির। মাঝে উপস্থাপনায়ও দেখা গেছে। দুটি ছবির অগ্রগতি, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি।
* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
** দুটি ছবির কাজ হাতে আছে। ‘গাঙচিল’ ও ‘জ্যাম’। দুটি ছবিই পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। আগামীতে আরও কিছু কাজ নিয়ে ভাবছি। সন্তান ও সংসার নিয়ে ব্যস্ততা তো আছেই।
* এ দুটি ছবির শুটিং তো ধারাবাহিকভাবে হচ্ছে না। কারণ কী?
** বিশেষ কোনো কারণ নেই। ছবির শুটিংয়ের বিষয়ে বিস্তারিত বলতে পারবেন পরিচালক। তিনি যেভাবে যখন শুটিং করাতে চান আমরা সেভাবেই শুটিং করি।
* এ পর্যন্ত কতভাগ শুটিং শেষ হয়েছে?
** ‘জ্যাম’-এর আশি ভাগ শেষ হয়েছে।‘গাঙচিল’-এর পঞ্চাশ ভাগ। নভেম্বর মাস থেকে শেষ লটের শুটিং শুরু হবে। আশা করছি, এ বছরই ছবি দুটির শুটিং শেষ হবে।
* নতুন কোনো ছবির খবর আছে?
** আপাতত নেই। যে দুটির কাজ করছি এগুলো শেষ হোক। দর্শক দেখুক, তারপর নতুন কাজ শুরু করব। এখন আমি মূলত ভালোলাগা থেকেই কাজ করি। সংখ্যা বাড়ানোর জন্য নয়।
* আপনি তো একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। সেটি এখন বন্ধ কেন?
** এমনিতে এটি বন্ধ। এ অনুষ্ঠান যতদিন প্রচার করার কথা ততদিন প্রচার হয়েছে। তাই এখন এটিতে কাজ করা হচ্ছে না।
* নতুন কোনো অনুষ্ঠান উপস্থাপনার বিষয়ে ভাবছেন?
** আপাতত উপস্থাপনা বন্ধ। নতুন করে কোথাও শুরু করলে জানাব। এ মাধ্যমে কাজ করতে অনীহা নেই আমার।
* ক্যামেরার বাইরে জীবন কেমন কাটাচ্ছেন?
** খুব ভালো। সন্তান, স্বামী ও সংসার নিয়ে বেশ আছি। শুকরিয়া আল্লাহর কাছে। সবার কাছে দোয়া চাই।
আর/এস