1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আপনার মোবাইল নম্বরই চিনিয়ে দেবে আপনি মানুষটা কেমন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

আপনার মোবাইল নম্বরই চিনিয়ে দেবে আপনি মানুষটা কেমন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘণ্টা,তথ্যপ্রযুক্তি ডেস্ক: আজ্ঞে! যে মোবাইল ফোনটি নিয়ে আপনি দিনভর ব্যস্ত৷ দোকানপাট, খাবার অর্ডার এক টাচেই সেরে ফেলছেন তার যে এমন একটা বৈশিষ্ট্য থাকতে পারে কখনও ভেবে দেখেছেন৷ আপনি শখ করে একদিন যে কনট্যাক্ট নম্বরখানা বেছেছিলেন, আজ একটা মজার খেলায় সেই নম্বরই বলে দেবে আপনি মানুষ হিসাবে কেমন৷

ধরা যাক আপনার মোবাইল নম্বর ৫৫০২৪৪১১৩৯৷
এবার নম্বরগুলিকে যোগ করুন৷
৫+৫+০+২+৪+৪+১+১+৩+৯=৩৪
আপনার মোবাইল নম্বরের সবক’টি ডিজিট যোগ করে ৩৪ হল৷
এবার তাকে আবার ভেঙে যোগ করে নিন-
অর্থাৎ, ৩+৪=৭
মানে আপনি পেলেন ৭ সংখ্যাটি৷

এবার মিলিয়ে নিন নিচে আপনার সংখ্যাটি আপনার সম্পর্কে কী বলছে৷ একইভাবে ১ থেকে ৯’র মধ্যে কোনটি আপনার সংখ্যা তা বের করে নিন৷ আর চিনে নিন আপনি কেমন মানুষ…

আপনার নম্বর যদি ১ হয় তাহলে আপনি যশ, খ্যাতি, প্রসিদ্ধি এবং জীবনে সাফল্যের অধিকারী৷ বলা হয় যিনি রাজনীতির সঙ্গে যুক্ত কিংবা সরকারি আধিকারিক তার যদি মোবাইল নম্বরের যোগফলে ১ আসে তাহলে তা অত্যন্ত শুভ৷

আপনার যদি মোবাইল নম্বরের যোগফল ২ হয়, তবে মুখে বলুন বা না বলুন আপনি মানুষটি যথেষ্ট রোমান্টিক৷ সাধারণত দেখা যায় সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্পের সঙ্গে যুক্তদের এই সংখ্যাটি হয়৷

আপনি যদি ৩ নম্বরের অধিকারী হন তাহলে আপনি লেখালেখি, ধর্মকর্মে বিশেষ আগ্রহী৷ আধ্যাত্মিকতার দিকে ঝোঁক আপনাকে আর পাঁচজনের থেকে আলাদা করে রাখে৷

আপনার নম্বর যদি হয় ৪ আপনি নিঃসন্দেহে অত্যন্ত স্মার্ট৷ কিন্তু ভিতরে ভিতরে একটা উচাটনতা কাজ করে৷ বিভিন্ন ক্ষেত্রে বড্ড অস্থির হয়ে ওঠেন আপনি৷ বলা হয়, কম্পিউটারের কাজ কিংবা মিডিয়ার সঙ্গে যারা যুক্ত তাদের কারও যদি মোবাইল নম্বরের যোগফল ৪ হয় তা বেশ ভালো৷

নম্বর ৫ হল পরিবর্তনের সংখ্যা৷ সাধারণত ব্যবসায়ীদের জন্য এই নম্বর খুব শুভ৷

নম্বর যদি হয় ৬ আপনি তবে বড্ড উচ্চাকাঙ্খী৷ আপনি যদি অভিনয়, সঙ্গীত, মিডিয়াস কাপড়ের ব্যবসা কিংবা বিল্ডার বিজনেসের সঙ্গে যুক্ত হন এই নম্বর বেছে নিতে পারেন৷

আপনার মোবাইল নম্বরের যোগফল কি ৭ এল? তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে৷ আধ্যাত্মিকতা কিংবা গবেষণার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য নম্বরটি শুভ৷ ডাক্তার, সার্জেন, যন্ত্র নিয়ে যাদের কাজ তাদের জন্য এই নম্বরটি ভালো৷

৮ নম্বরটি বুঝিয়ে দেয় আপনি ন্যায়ের পথকেই সবসময় বেছে নিতে পছন্দ করেন৷ সত্যের সঙ্গে আপোষ আবার আপনার একদম পছন্দ নয়৷ উকিল, বিচারক, জনসেবক, লোহার কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই নম্বরটি শুভ৷

সংখ্যা যদি ৯ হয় তা কিন্তু সত্যিই ভাগ্যের বিষয়৷ বলা হয় এই সংখ্যাটি সৌভাগ্যের বার্তাবাহী৷ সেনা, পুলিশ, ডাক্তার, শিক্ষকদের জন্য এই নম্বরটি শুভ৷

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST