খবর২৪ঘন্টা ডেস্কঃ
দেশে গণতন্ত্র ও নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে সব বিরোধী দলকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, রাজপথে নেমে সরকারকে আলোচনায় বসতে বাধ্য করা হবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, আমরা এমন একটি গণতান্ত্রিক দেশে বাস করি যেখানে সমাবেশ করতে পুলিশের অনুমতি লাগে। কিন্তু সরকারি দল সমাবেশ করলে পুলিশ আরও তাদের সাহায্য করে। অন্য দিকে আমরা যারা বিরোধী দল তারা সমাবেশ করতে চাইলে সমাবেশের দিনও অনুমতি মেলে না। তিনি বলেন, বর্তমান সরকার চায় কেউ যেন নির্বাচনে না আসে। কারণ, কেউ নির্বাচনে না আসলে তারা ফাঁকা মাঠে গোল দিতে পারবে।
এজন্যই তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে রাজি হচ্ছে না। এই সরকার বাংলাদেশকে দানবের রাষ্ট্রে পরিণত করেছে। সাকি বলেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। একদিন আপনারা ক্ষমতা থেকে ছিটকে পড়বেন। যারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে, তারা তখন আপনাদের তৈরি করা আইনই আপনাদের ওপরই ব্যবহার করবে।
তাই এখনো সময় আছে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনুন। নিরপেক্ষ, নির্দলীয় এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। এটাই আপনাদের একমাত্র বাঁচার পথ। জনসভায় গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আক্তার, গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত সহকারী সমন্বয়ক আবুল হাসান রুবেল, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক হাসান মারুফ রুমি প্রমুখ নেতারা বক্তব্য দেন।
খবর২৪ঘন্টা / সিহাব