খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।
তিনি বলেছেন, ‘এখন আমাদের কোনো ভোটাধিকার নেই। এর জন্য আন্দোলন করতে হবে। ভাষা আন্দোলনের সেই অনুরপ্রেরণা থেকেই আমাদের এটি করতে হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।’
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি সবাইকে আহ্বান জানাই, এই অনুপ্রেরণা থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে কাজ করে যেতে হবে।’
ইশরাক বলেন, ‘ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকেই মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ। ১৯৫২ সালে যাদের সর্বোচ্চ ত্যাগে আমরা ভাষা পেয়েছি, আমি তাদের শ্রদ্ধা জানাই।’
খবর২৪ঘন্টা/নই