তানোর প্রতিনিধি :
আগামী দিনে আন্দোলনের মাধ্যমে দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। শনিবার তানোরে উপজেলা বিএনপির আযোজনে মরহুম সাবেক উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লার চাতালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বাষিকী উপলক্ষে ইফতার ও দোয মাহফিল প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, এ সরকার মিথ্যা
মামলা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেন্ত্রী বেগম খালেদা জিযাকে কারাগারে আটকে রেখেছে। তিনি আরো বলেন সরকার মনুষের ভোটের অধিাকার কেড়ে নিয়ে গনতন্ত্রকে হত্যা করেছে। উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএপির সাধারন সম্পাদক এ্যাডভকেট শফিকুল হক মিলন, চারঘাট উপজেলা চেয়ারম্যান কেন্দীয় বিএনপির সদস্য আবু সাইদ চাঁদ, তানোর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, জেলা
বিএনপির সহসভাপতি মপিজ উদ্দিন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল শরীফ উদ্দিন আহম্মেদ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মরহুম সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যরিষ্টার অমিনুল হকের রুহের মাগফেতার কমনা করে দোয়া করা হয়।
আর/এস