খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আন্দোলনের বিকল্প ভাবছি না। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মানুষ সুযোগের অপেক্ষায় রয়েছে। একবার সুযোগ পেলে এই সরকারকে চিরতরে উৎখাত করে ছাড়বে।
খবর২৪ঘণ্টা.কম/রখ