বাংলাদেশের জার্সি গায়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আর দেখা যাবে না মুশফিকুর রহিমকে। আজ (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ১৫ মিনিটে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই ক্রিকেটার।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের পেইজ মুশফিকুর রহিম থেকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন এই ক্রিকেটার নিজেই। যেখানে তিনি জানিয়েছেন, টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।
টি-টোয়েন্টি থেকে মুশফিকের বিদায়ী পোস্ট আসার সঙ্গে সঙ্গে ভক্ত-সমর্থকদের প্রশংসায় ভাসছেন এই ক্রিকেটার। অবসরের ঘোষণা দেওয়ার ৪৫ মিনিটের মধ্যে এই ক্রিকেটারের সেই পোস্টে প্রায় দেড় লাখের বেশি প্রতিক্রিয়া দেখায় ভক্ত-সমর্থকরা।
যার মধ্যে দুঃখের প্রতিক্রিয়া জানিয়েছে ৭০ হাজারেরও বেশি ভক্ত। এছাড়াও ৪০ হাজারেরও বেশি ভক্ত ভালোবাসার প্রতিক্রিয়া জানিয়েছে। প্রায় ৫০ হাজারেরও বেশি ভক্ত দিয়েছে লাইক রিয়্যাকশন। এই পোস্টে প্রায় ৫০ জন ভক্ত রাগের রিয়্যাকশনও দিয়েছে।
এদিকে মুশফিকের অবসর নেওয়ার ঘোষণা দেওয়া পোস্টে কমেন্টস করেছেন প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ। যেখানে বেশিরভাগ ভক্ত-সমর্থকই শুভকামনা জানিয়েছেন এই ক্রিকেটারকে।
অনেকে টি-টোয়েন্টি থেকে অবসরের জন্য ধন্যবাদও জানিয়েছেন এই ক্রিকেটারকে। অনেক ভক্ত-সমর্থক জানিয়েছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন মুশফিক।
এদিকে বাংলাদেশের আরেক ক্রিকেটার রুবেল হোসেন সেখানে লিখেছেন, ‘মিস করবে বাংলাদেশ আপনাকে। শুভকামনা আপনার জন্য ভাই।’
মুশফিক ২০০৬ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর মোট ১০২ ম্যাচ খেলেছেন। যেখানে ১১৫ স্ট্রাইক রেটে বরাবর ১৫০০ রান করেছেন এই ক্রিকেটার। এরমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে জেতানো ম্যাচে অপরাজিত ৭২ রান ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিকের ক্যারিয়ার সেরা ইনিংস।
বাংলাদেশের জার্সিতে ৬টি ফিফটি পাওয়া মুশফিক এই সময়ে ১২৬টি চার এবং ৩৭টি ছয় হাঁকিয়েছেন। এছাড়াও ৭২টি ডিসমিসাল করেছেন।
বিএ/