1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন রাসিকের নবনির্বাচিত মেয়র লিটন - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন রাসিকের নবনির্বাচিত মেয়র লিটন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : 
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার বিকেলে তিনি রাসিকের গ্রীণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী-১ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, সাংসদ আব্দুল ওয়াদুদ দারা, সাংসদ আয়েন উদ্দিন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, কথা সাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুস সোবহান, সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব,নগর আ’লীগের সিনিয়র সহসভাপতি শাহিন আক্তার রেণী, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, নিউডিগ্রী কলেজ অধ্যক্ষ এসএম জার্জিস কাদিরসহ অন্যান্য নের্তৃবৃন্দ।দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে মেয়র বলেন, রাজশাহী মহানগরবাসী অনেক আশা নিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আমাকে যে আশা নিয়ে মেয়র নির্বাচিত করা হয়েছে তা পূরণ করার চেষ্টা করবো। রাজশাহীর উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করা হবে। রাজশাহী মহানগরীর বাড়ি বাড়ি গ্যাস প্রদানের ব্যবস্থা করা হবে। তূলনামূলক পিছিয়ে থাকা রাজশাহীর উন্নয়নের জন্য ও শিক্ষিতদের কর্মসংস্থানের জন্য শিল্প-কারখানা প্রতিষ্ঠা করা হবে। শিল্প-কারখানা প্রতিষ্ঠা হলে শিক্ষিত ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে। তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।পরে তিনি নগর ভবনে গিয়ে মেয়রের কক্ষে গিয়ে নিজ দপ্তরে কিছু সময় অতিবাহিত করেন।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST