খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: মানিকগঞ্জের শিবালয়ে ঘুড়ি উড়াতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে হাসিবুল হাছান তৈয়ব নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত হাসিবুল হাছান (১৫) দিয়ারচর শাকরাইল গ্রামের মালয়েশিয়া প্রবাসী আঃ কাদেরের একমাত্র ছেলে। সে টাংগাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আঃ হক জানান, স্কুল বন্ধ থাকায় বেশ কিছু দিন যাবৎ গ্রামের বাড়িতেই অবস্থান করছিল তৈয়ব। আজ (শনিবার) প্রাইভেট পড়া শেষ করেই বাড়ির সাথে ভুট্টা ক্ষেতের আইলে দাঁড়িয়ে ঘুড়ি উড়াতে থাকে। এক পর্যায়ে ক্ষেতের আইল দিয়ে হাটার সময় পায়ের সাথে বিষধর সাপের স্পর্শ লাগতেই তাকে কামড়ে দেয়। দ্রুত এলাকার ওঝা দিয়ে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা জানান যে, সেখানে কোনো ভ্যাকসিন নেই। এরপর তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই বিকেল ৪টার দিকে তৈয়ব মারা যায়।
এদিকে একটা উপজেলা হাসপাতালে মানুষের জীবন রক্ষাকারী ভ্যাকসিন না থাকার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মৃত্য তৈয়বের পরিবারের লোকেরা। সরকারের কাছে তাদের দাবি, দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে অতি
প্রয়োজনীয় এই ভ্যাকসিন রাখা হোক।
অপর দিকে লকডাউনের কারণে, স্কুল-কলেজ বন্ধ থাকা, শহরের চাকুরিজীবিরা গ্রামে অবস্থান করা, খেলাধুলা সহ বিভিন্ন বিনোদন বন্ধ থাকার কারণে এ সময়ে মানুষ ব্যাপকভাবে বিভিন্ন ধরনের ঘুড়ি উড়িয়ে সময় কাটাচ্ছেন। বিশেষ করে মানিকগঞ্জের গ্রামাঞ্চলের আকাশ এখন বিভিন্ন ধরনের বর্ণিল ঘুড়িতে ছেয়ে গেছে। গ্রামের মানুষের এ বছর ঘুড়ি নিয়ে অনেকটাই উৎসবের আমেজে রয়েছে। কে কত বড় ঘুড়ি, কত বিচিত্র রকমের ঘুড়ি উড়াতে পারে তা নিয়ে চলছে রীতিমত প্রতিযোগীতা।
এক দিকে ঘুড়ি নিয়ে যেমন উৎসব চলছে আরেক দিকে এটা নিয়ে ঘটছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা। কয়েক দিন আগে জেলার সিংগাইর উপজেলায় রাস্তার উপর ঘুড়ির নাইলনের সূতা (ডোর) পড়ে ছিল আর তা চলন্ত এক মটর সাইকেলের চালকের গলায় পেচিয়ে তিনি প্রায় মৃত্যু পথযাত্রী হয়েছিলেন। উড়ন্ত ঘুড়ি গাছে আটকে গেলে শিবালয় উপজেলার রঘুনাথপুর গ্রামে আক্কাস দেওয়ানের স্বুল পড়ুয়া ছেলে তা গাছ থেকে নামাতে গিয়ে পড়ে হাত ভেঙ্গে এখন পঙ্গু হাসপাতালের চিকিৎসা নিচ্ছে। প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটছে। হাতে ঘুড়ির সুতা পেছিয়ে আহত হচ্ছে অনেক শিশু।
গত শনিবার বালিরটেক ব্রিজে ইয়াকুব আলী নামক জনৈক মোটর সাইকেল আরোহীর গলায় ঘুড়ির সূতোয় আটকে গেলে, তিনি চলন্ত অবস্থায় মোটর সাইকেল নিয়ে পড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন। সব মিলিয়ে ঘুড়ি উড়ানো নিয়ে চলছে বিষাদ-উৎসব দুটিই।
এদিকে গত দুই দিন আগে পল্লী বিদ্যুতের পক্ষ হতে এলাকায় মাইকিং করে ঘুড়ি না উড়ানোর জন্যে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। ঘুড়ির সুতা বিদ্যুৎ লাইনের বিভিন্ন স্থানে জড়িয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে বলে তারা জানান।
ঘিওর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, ঘুড়ি ওড়ানো বাঙালীর ঐতিহ্য। কিন্তু আনন্দ আর উৎসবের ঘুড়ি এখন বিষাদে পরিনত হওয়ার ঘটনা ঘটছে। এক্ষেত্রে শিশু কিশোরের অভিভাবকদের সচেতন হতে হবে। এছাড়াও বর্তমান সময়ের করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধির পাশাপাশি পল্লী বিদ্যুতের নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।খবর২৪ঘন্টা /এবি