1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আদালত এখন কারাগারে বন্দি: বিএনপি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

আদালত এখন কারাগারে বন্দি: বিএনপি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার আইন-কানুনের কোনো ধার ধারে না। আদালতকেও কারাগারে বন্দি করেছে। বিপুল জনসমর্থিত নেত্রীকে কারাগারে আটকে রেখে মূলত গণতন্ত্রকেই বন্দি করে রেখেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে দিনের পর দিন আটকে রেখে তাকে বিপর্যন্ত করতে চাচ্ছে। বারবার দাবি করা সত্ত্বেও তার চিকিৎসার ব্যবস্থা করছে না।

‘পরিত্যক্ত কারাগারে তাকে যে কক্ষটি দেয়া হয়েছে, তা বসবাসের অনুপযোগী। খালেদা জিয়া যাতে সারাক্ষণ কষ্ট পান, সে জন্যই এ ব্যবস্থা’, মন্তব্য রিজভীর।

তিনি বলেন, খালেদা জিয়ার ওপর যে অবিচার চলছে, তা মানবাধিকারের লঙ্ঘন। জনগণের কাছে এর জবাব ক্ষমতাসীনদের দিতে হবে।

এ সময়ে তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলো বিশ্বব্যাপী জালিয়াতি নির্বাচন হিসেবেই পরিচিতি পেয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচন দিতে চান না।

সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনার লজ্জাজনক পরাজয় হবে বলে ধারণা রিজভীর।

বিএনপির এ নেতার মতে, সরকারের বিরুদ্ধে জনগণের নীরব ক্ষোভ প্রতিদিনই বাড়ছে। অশান্তির আগুনে মানুষ দগ্ধ হচ্ছে। কাজেই জনগণের সঙ্গে প্রতারণার মাসুল সরকারকে দিতেই হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team