1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আদালতের ১৪৪ ধারার নোটিশ দিতে গিয়ে মারধরের শিকার পুলিশ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

আদালতের ১৪৪ ধারার নোটিশ দিতে গিয়ে মারধরের শিকার পুলিশ

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

কুষ্টিয়ার কুমারখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের এক মামলায় বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জারি করেন আদালত। বিবাদীপক্ষের বাড়িতে সেই নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন এএসআইসহ দুই পুলিশ সদস্য।

শুক্রবার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন ভালুকা ফকিরপাড়ায় ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব।

মারধরের শিকার দুজন হলেন এএসআই মো. নিজাম এবং কনস্টেবল মো. রাশেদুল ইসলাম। তারা উপজেলার পান্টি পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন। ঘটনার পর থেকেই পলাতক আছেন অভিযুক্ত রফিকুল আলম (৫০) ও তার ছেলে শাকিল (২০)।

পুলিশ জানায়, কুমারখালী উপজেলার ভালুকা ফকিরপাড়া এলাকার শমসের আলীর ছেলে শাহীন আলমের সঙ্গে অভিযুক্ত রফিকুল আলমের শূন্য দশমিক ১৭৯ একর জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি লিখিত অভিযোগ দেন শাহীন। আদালত অভিযোগ আমলে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করেন বিরোধপূর্ণ জায়গাটির ওপর। শুক্রবার রাত ৮টার দিকে এএসআই নিজাম ও কনস্টেবল রাশেদুল সেই নোটিশ দিতে গিয়ে বিবাদী রফিক ও তার ছেলে শাকিলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই পুলিশ সদস্যদের মারধর করেন রফিক ও শাকিল।

তবে পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন রফিকের স্ত্রী শাহিদা খাতুন। তার দাবি, পুলিশ প্রথমে বাদীর বাড়িতে নোটিশ দেয়। এরপর সেখান থেকে রফিকের বাড়িতে গিয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার ছেলেকে লাথি মারেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। কিন্তু পুলিশ সদস্যদের মারধর করা হয়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বলেন, ১৪৪ ধারা জারির নোটিশ দিতে গেলে বিবাদী ও তার ছেলে পুলিশের কাজে বাধা দেয় এবং মারধর করে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST