রয়েল খান স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন তিনি। লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কম তো আর লড়াই করেননি; কিন্তু সময় ফুরিয়ে গেলে কে আর রাখতে চায়! বয়স হয়ে গেছে। এ কারণে বার্সেলোনায় আর থাকা হচ্ছে না হ্যাভিযের মাচেরানোর। আট বছরের সম্পর্কের ইতি টেনে তিনি যোগ দিচ্ছে চীনের ফুটবল ক্লাব হেবেই চায়না ফুরচুনে। মাত্র ৫.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে চীনা ক্লাবে যোগ দিচ্ছেন ৩৩ বছর বয়সী এই তারকা।
একেবারে হঠাৎ করেই বার্সা ছাড়ার ঘোষণা আসেনি মাচেরানোর। বেশ কযেকদিন আগে থেকেই তার ন্যু ক্যাম্প ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০১০ সালে লিভারপুল ছেড়ে বার্সায় যোগ দিয়েছিলেন তিনি। আনুষ্ঠানিকভাবে বার্সা এবং হেবেই চায়না ফরচুন মাচেরানোর বিষয়ে চুক্তিতে স্বাক্ষর করার আগে ঘোষণা দিয়েছে, বুধবার হবে তার বার্সার জার্সিতে ফেয়ারওয়েল ম্যাচ।
নিশ্চিত, আট বছরের সম্পর্ক এই এক ম্যাচের মাধ্যমে শেষ করতে গেলে আবেগতাড়িত হবেন মাচেরানো। বার্সায় তার কত স্মৃতি, কত দুঃখ-বেদনা, সাফল্য! সব ছেড়ে তিনি চলে যাবেন চায়নিজ লিগে। এটাই তো পৃথিবীর নিয়ম।
বার্সেলোনার সোনালি সময়টাতে তিনি ছিলেন ন্যু ক্যাম্পে। মেসি, ইনিয়েস্তা, জাভি, পিকে, বুস্কেটসদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মোট ১৮টি শিরোপা জিতেছেন। এর মধ্যে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফিও। বার্সার জার্সি গায়ে এই আট বছরে খেলেছেন মোট ৩৩৪টি ম্যাচ। গোল একটি। বার্সায় খেলেছেন মোট ৫জন কোচের অধীনে। পেপ গার্দিওলা, টিটো ভিলানোভা, টাটা মার্টিনো, লুই এনরিকে এবং আরনেস্তো ভালভার্দে।
বার্সেলোনার পক্ষ থেকেই মাচেরানোর ক্লাব ছাড়ার ঘোষণা দেয়া হয়। জানিয়ে দেয়া হয়, ন্যু ক্যাম্পে হবে ২৫ জানুয়ারি। ২৬ জানুয়ারি থেকে তিনি হয়ে যাবেন হেবেই চায়না ফরচুনের ফুটবলার।
খবর২৪ঘণ্টা.কম/রখ