রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান পূর্বপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য এসেম উদ্দিনের ছেলে।
একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় একদন্ত বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইকবাল। পথিমধ্যে তালপাড়া গোরস্তান মোড় নামক স্থানে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন