ডেস্ক নিউজ :
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে নাইটিঙ্গেল মোড় থেকে তাকে আটক করা হয়েছিল।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে বেবী নাজনীন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়কে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বেবী নাজনীনকে ছেড়ে দেওয়া হয়। তবে নিপুন রায়কে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সন্ধ্যার আগেও বিএনপি অফিসের ভেতরে রিজভীর ব্রিফিংয়ের সময় এই দুইজনকে তার পাশে বসে থাকতে দেখা যায়।
খবর ২৪ ঘন্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।