খবর২৪ঘণ্টা ডেস্ক: চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে অস্ট্রেলিয়ায় তার মেয়ের কাছে যাবেন তিনি। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও যাচ্ছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, এ সফরে তার লন্ডনেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করতে পারেন তিনি।
দলীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে, মির্জা ফখরুল উচ্চ রক্তচাপ, আইবিএস, মেরুদ, দাঁতের সমস্যাসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত। ব্যস্ততার কারণে মির্জা ফখরুলের নিয়মিত চিকিৎসা ব্যাহত হয়েছে।
খবর২৪ঘণ্টা, এমকে