খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আজ বৈঠকে বসছেন দলটির শীর্ষ নেতারা।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
বৈঠকে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম তথা স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত থাকবেন।চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটিতে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
খবর২৪ঘণ্টা.কম/রখ