খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে তারকাদের চমক দেখতে মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। আর এরই মধ্যে ধীরে ধীরে ইনজুরি কাটিয়ে উঠছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে তাকে আজ প্রথম মিনিট থেকেই মাঠে দেখা যাবে। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
এ ব্যাপারে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে বলেন, ‘ও (নেইমার) এখন শতভাগ সুস্থ। আশা করছি সামনের ম্যাচে শুরু থেকে খেলবে।’
এদিকে, নেইমার সুস্থ হয়ে উঠলেও ফ্রেডকে নিয়ে চিন্তায় পড়ছে ব্রাজিল। তার ইনজুরির বিষয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন ব্রাজিল দলের ফিজিও রড্রিগো লাসমার।
উল্লেখ্য, আগের প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। নেইমার দুই ডিফেন্ডারকে কাটিয়ে ম্যাচের প্রথম গোলটি করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ