খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে যাচ্ছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর দেয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফর উপলক্ষে তার সম্মানে রাষ্ট্রপতি এই নৈশভোজের আয়োজন করেছেন।
বঙ্গভবন সূত্র জানায়, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় দু’দেশের রাষ্ট্রপ্রধান শুভেচ্ছা বিনিময় করবেন। এর পর তাকে নেয়া হবে বঙ্গভবনের দরবার হলে নৈশভোজে অংশ নেয়ার জন্য।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, রোববার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সকাল ৯টা ৫৫ মিনিটে ইন্দোনশেয়িার রাষ্ট্রপতিকে টাইগার গেটে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রাষ্ট্রপতি ভিজিটর বুকে স্বাক্ষর করবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে দুই নেতা মুখোমুখি হবেন। সেখানে তারা উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। এরপর করবী হলে কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ