খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ রোববার রাতে অস্ট্রিলয়া থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার স্থানীয় সময় বিকাল ৪টায় থাই এয়ারওয়েজের টিজি-৪৭২ ফ্লাইটে সিডনির কিংস ফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
এর পর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাত্রাবিরতি দিয়ে প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
‘গ্লোবাল সামিট অন উইমেন’ সম্মেলন থেকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননায় ভূষিত করা হয় ।
শুক্রবার সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন শেখ হাসিনা।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এবং ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
অস্ট্রেলিয়া সফরকালে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান শেখ হাসিনা।
খবর২৪ঘণ্টা.কম/নজ