নিজস্ব প্রতিবেদক:
আজ সন্ধ্যা ছয়টা থেকে কঠোর অবস্থানে যাচ্ছে রাজশাহীর আইন-শৃঙ্খলা বাহিনী। মহানগরী ও জেলার প্রবেশপথ গুলো বন্ধ করে দেয়া হবে। করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আজ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম
খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব হুমায়ুন কবীর খোন্দকার, রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব একেএম হাফিজ আক্তার, পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য, রাজশাহী জেলা প্রশাসক জনাব হামিদুল হক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জনাব জামিলুর রহমান, রাজশাহীর সিভিল সার্জন ডা: মহা: এনামুল হক প্রমুখ।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।