চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস আজ (১৫ ডিসেম্বর)। ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনী যৌথভাবে পাকিস্তানি সেনা এবং তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-সামস বাহিনীর হাতে অবরুদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হানাদার মুক্ত করে।
১০ ডিসেম্বর ক্যাপ্টেন জাহাঙ্গীর, লেফটেন্যান্ট কাইয়্যুম,লেফটেন্যান্ট আউয়াল ও ৫০ জনের মতো মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের পশ্চিমে বারঘরিয়াা এলাকায় অবস্থান গ্রহণ করেন। ১৪ ডিসেম্বর ভোরে মাত্র ২০ জন মুক্তিযোদ্ধা নিয়ে বারঘরিয়া এলাকা থেকে ৩/৪ টি দেশি নৌকায় করে রেহাইচর এলাকা থেকে মহানন্দা নদী অতিক্রম করেন। নদী অতিক্রম করার পর উত্তর দিক থেকে একটি একটি করে প্রত্যেকটি শত্রু অবস্থানের দখল নিয়ে দক্ষিণে এগোতে থাকেন।
যখন আর একটি মাত্র শত্রু অবস্থান বাকি রইল এমন সময় মুখোমুখি সংঘর্ষে বাংকার চার্জে শশ্রু বুলেট এসে বিদ্ধ হয় জাহাঙ্গীরের কপালে। শহীদ হন তিনি।
এর পর ১৪ ডিসেম্বর রাতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের নেতৃত্বে যুদ্ধের পর বিজয় আসে চূড়ান্তভাবে।
মুক্তিযোদ্ধারা জানান, পাক বাহিনীর সদস্যরা বেশ কয়েকদিন আগেই চাঁপাইনবাবগঞ্জ ছেড়েছিল। কিন্তু আল বদর ও রাজাকাররা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। ১৪ সন্ধ্যার মধ্যেই তাদেরও পরাস্ত করে মুক্তিযোদ্ধারা। তবে আনুষ্ঠানিকভাবে বিজয় পতাকা উত্তোলন করা হয় ১৫ ডিসেম্বর।
খবর২৪ঘণ্টা, জেএন