1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বর্ণিল সংগীত ক্যারিয়ারে রাষ্ট্রীয় সম্মাননাসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এবার তাঁকে আজীবন সম্মাননা দিচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)। এবারই প্রথম আজীবন সম্মাননা বিভাগ যুক্ত হয়েছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। আগামী ২ মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে তৃতীয় বাইফা অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করার সম্মতি জানিয়েছেন রুনা লায়লা।

এবারের বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে নতুন আঙ্গিকে। মনোনয়নপ্রাপ্তদের থেকে সেরা নির্বাচিত করার জন্য চালু করা হয়েছে দর্শক ভোটিং। যোগ্য শিল্পীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্যই এমনটা করা হয়েছে বলে জানান আয়োজকেরা।

এবার বাইফাতে পপুলার ও জুরি—দুই ভাগে ৪৫টি শাখায় চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ ও আবৃত্তিতে সেরা শিল্পীদের পুরস্কৃত করা হবে।

পপুলার চয়েজের জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট দেওয়া যাবে বাইফা ডটকম ওয়েবসাইটে। বাইফার প্রধান শাহরিয়ার স্বপন জানান, এরই মধ্যে ৩ লাখের বেশি ভোট এসেছে বিভিন্ন বিভাগের জন্য। সমালোচক বিভাগে জুরিবোর্ডের দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা রোজিনা, কণ্ঠশিল্পী খুরশীদ আলম, ফেরদৌস আরা, অভিনয়শিল্পী আজিজুল হাকিম, তানভীন সুইটি, দীপা খন্দকার ও নির্মাতা জিনাত হাকিম।

পুরস্কার প্রদানের পাশাপাশি থাকছে জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পরিবেশনা। পারফর্ম করবেন তানজিন তিশা, তমা মির্জা, হৃদি শেখ, দীঘি, জেফার রহমান, ইমন চৌধুরী, আলেয়া বেগম ও শিবলু। মূল অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা আব্দুন নূর সজল এবং অভিনেত্রী-উপস্থাপক মাসুমা রহমান নাবিলা। রেড কার্পেট উপস্থাপনা করবেন বারিষা হক ও ইমতু রাতিশ।

জ/ন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST