খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: আজ, সোমবার মুম্বইতে শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীদেবীর। চার্টার্ড বিমানে তাঁর দেহ নিয়ে আসা হবে মুম্বইতে। সূত্রের খবর, অনিল অম্বানি দুবাইতে একটি বিমান পাঠিয়েছেন শ্রীদেবীকে নিয়ে আসার জন্য।
রিলায়েন্স ট্রান্সপোর্টের সেই ১৩ সিটের প্রাইভেট জেট রবিবারই দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছে। যশ রাজ ফিল্মসের তরফে কাপুর পরিবারের হয়ে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বনি কাপুর, জাহ্নবী, খুশি সহ আয়াপ্পান ও মারওয়া পরিবারের প্রত্যেক অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকাহত।
দুবাইয়ের খালিজ টাইমস তাদের রিপোর্টে জানিয়েছে, শ্রীদেবীর অটোপ্সি সম্পূর্ণ হয়েছে। ফরেন্সিক এভিডেন্সের ল্যাবরেটরি রিপোর্টের জন্য অপেক্ষা করছে তার পরিবার।
সোমবার সকাল ১০ টার মধ্যে তাঁকে নিয়ে আসা হবে আন্ধেরি ওয়েস্টের ভাগ্য বাংলোতে। এরপর পবন হংস ক্রমেটোরিয়ামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রথম ফিমেল সুপারস্টার শ্রীদেবী । দুবাইয়ে আত্মীয় অভিনেতা মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই মাত্র চুয়ান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে অকাল প্রয়াণ বলিউড অভিনেত্রী শ্রীদেবীর।
১৯৬৭ তে চার বছর বয়সে শিশু শিল্পী হিসেবে তামিল ছবি থুনাইয়াভানে প্রথম অভিনয়। বলিউডে অভিনেত্রী হিসেবে ১৯৭৯ ষোলবা সাভন ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। হিম্মতওলায়া জিতেন্দ্র সঙ্গে অভিনয় করে তাক লাগিয়ে দেন শ্রীদেবী ৷ এরপর একের পর এক ব্লকবাস্টার সিনেমার স্টার তিনি ৷ মিস্টার ইন্ডিয়া, সাদমা, নাগিন, চাঁদনিসহ একাধিক ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ