চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন আগে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন। তারপর ভোট চান। ভোটের অধিকার ফিরিয়ে দেয়া ছাড়া জনগণের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার আপনার নাই।
মঙ্গলবার দুপুরে চাঁপাই নবাবগঞ্জ টাউন ক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি আয়োজিত ওই কর্মী সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অধ্যাপক শাহজাহান মিয়া, জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
রুহুল কুদ্দুস দুলু বলেন, শেখ হাসিনা ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চেয়েছিলেন ভোটের আগে। এখন ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছেন। ১০ টাকা কেজি চাল দিতে চেয়েছিলেন, এখন ৬০ টাকা দিয়েও চাল পাওয়া যায়না।
খবর২৪ঘণ্টা.কম/নজ