খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হাওর অধ্যুষিত হুমাইপুর ইউনিয়নের টান গোসাইপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে একটি গুদামসহ একটি মনোহারী দোকান, একটি ফার্মেসি ও একটি মহিলা মাদারসা সম্পূর্ণ পুড়ে গেছে।
জানা গেছে, একটি মুদি দোকানের গুদামের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এলাকাবাসী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হুমাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিকুজ্জামান জানান, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল গণি জানান, খবর পেয়ে দমকল বাহিনীর গাড়ি গেলেও ঘোড়াউত্রা নদীর ফেরি পারাপারের জন্য দীর্ঘক্ষণ আটকা পড়ায় তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর২৪ঘন্টা/নই