খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহরে একটি ব্যাচেলর কলোনিতে অগ্নিকাণ্ডে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন।
রোববার (১ মার্চ) দিবাগত রাতে হালিশহর থানার বড়পোল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা এলাকার মোহন (৩৫) ও চাঁদপুরের কচুয়া এলাকার জাকির হোসেন (৩৫)।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হাজি জহিরুল ইসলামের সেমিপাকা কলোনিতে রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।’
তিনি আরও বলেন, ‘কলোনিতে বেশকিছু ব্যাচেলর বাসা ও সামনে দোকানপাট আছে। তবে যাতায়াতের জন্য একটি মাত্র সরু পথ ছিল। কলোনির প্রবেশ মুখে আগুন ছড়িয়ে পড়ায় তারা বের হয়ে আসতে পারেননি। আগুন নিয়ন্ত্রণে আনার পর মোহন ও জাকিরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। আগুনে দগ্ধ কবির হোসেন নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আগুনের কারণ সম্পর্কে এখনও নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান ফরিদ উদ্দিন চৌধুরী।
খবর২৪ঘন্টা/নই