খবর২৪ঘণ্টা ডেস্ক: উস্কানির অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭ সিনিয়র নেতা।
বুধবার বেলা সোয়া ১১ টার দিকে হাইকোর্ট তাদের মামলার অভিযোগপত্র দেয়ার আগ পর্যন্ত জামিন দেন।
জামিন প্রাপ্ত অন্যরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, গয়েশ^র চন্দ্র রায়, ও আমান উল্লাহ আমানসহ ৭ জন।
জেএন