নিজস্ব প্রতিবেদক :
চলতি মাসের ২২ তারিখ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন ৮ থানার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম।
তিনি আরো জানান, ২২ ফেব্রুয়ারী থানাগুলোর উদ্বোধন হলেও আগামী পহেল মার্চ এর কার্যক্রম শুরু হবে। নতুন ৮টি থানা হওয়ার কারণে বর্তমানে ২০৩ কিলোমিটার আয়োতন থেকে আরএমপির পরিধি বেড়ে দাঁড়াবে ৯০০ কিলোমিটারে। নতুন থানাগুলো হচ্ছে, পবা থানা, বিমানবন্দর থানা, কর্ণহার থানা, দামকুড়া থানা, কাশিডাঙ্গা থানা, কাটাখালি থানা, চন্দ্রিমা থানা ও বেলপুকুর থানা ।
পুরাতন ৪টি ও নতুন ৮টি নিয়ে মোট ১২টি থানাকে ৪টি অপরাধ বিভাগে ভাগ করা হবে। সেগুলো হচ্ছে, ডিসি বোয়ালিয়া, ডিসি কাশিয়াডাঙ্গা, ডিসি মতিহার ও ডিসি শাহমখদুম। প্রত্যেকটি বিভাগে ৩টি করে থানা থাকবে। এরমধ্যে ডিসি বোয়ালিয়ার মধ্যে থাকবে, বোয়ালিয়া, চন্দ্রিমা ও রাজপাড়া, ডিসি কাশিয়াডাঙ্গার মধ্যে থাকবে, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া, ডিসি মতিহারের মধ্যে থাকবে, মতিহার, কাটাখালি ও বেলপুকুর এবং ডিসি শাহমখদুমের মধ্যে থাকবে শাহমখদুম, বিমানবন্দর ও পবা থানা। নতুন থানা হলেও বর্তমানে থাকা পুলিশ ফাঁড়ির কার্যক্রমগুলো আগের নিয়মেই চলবে।
নতুন থানা হওয়ার কারণে রাজশাহী জেলার মধ্যে থাকা পবা থানা আরএমপির মধ্যে চলে আসবে। ওই থানার এলাকাগুলো মেট্রোপলিটন এলাকার বেশ কয়েকটি থানার এরিয়ার মধ্যে চলে আসবে।
উল্লেখ্য, ১৯৯২ সালে ৪টি থানা নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ যাত্রা শুরু করে। তারপর এই নতুন থানাগুলো উদ্বোধন করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে