খবর ২৪ঘণ্টা ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার বলেছেন, আগামী সপ্তাহে প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন অনুমোদনে মন্ত্রিসভায় তোলা হবে। আগামী ২ মাসের মধ্যে আইনটি সংসদে পাস হবে আশা প্রকাশ করে তিনি শিক্ষার্থীদের কাছে সময় চেয়েছেন।
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে আজও রাজধানীর উত্তরা, ফার্মগেট, শাহবাগ, যাত্রাবাড়ি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রাজধানীর সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, এই বিক্ষোভ-ক্ষোভের বাস্তবতাও আছে। দুই সম্ভাবনাময় শিক্ষার্থী নিহত হয়েছে—এর জন্য সবার খারাপ লেগেছে। নৌপরিবহনমন্ত্রী নিজেও তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী মর্মাহত, আমরা সবাই তাদের জন্য কষ্ট পেয়েছি। তারপরও আমি শিক্ষার্থীদের বলব একটু ধৈর্য ধর, সময় দাও। তাদের দাবিগুলো নিয়ে কাজ শুরু হয়েছে। সড়ক নিরাপত্তা আইন পাস হলেই কাজ শুরু হবে। দোষীদের ন্যূনতম ছাড় দেওয়া হবে না।
গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান কলেজের দুই শিক্ষার্থী। আহত হয়েছেন আরও ১৪ জন। হতাহতের শিকার প্রত্যেকেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। এরা ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
খবর ২৪ঘণ্টা/ নই