1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আগামীকাল শেষ হচ্ছে বেসরকারি হজ নিবন্ধন - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

আগামীকাল শেষ হচ্ছে বেসরকারি হজ নিবন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক:চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছু প্রাক নিবন্ধিত ব্যক্তিদের চূড়ান্ত ক্রম প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রাক নিবন্ধনের তিন লাখ ৮২ হাজার ৯০৭ থেকে তিন লাখ ৮৩ হাজার ৪২৪ ক্রমিক পর্যন্ত হজ গমনেচ্ছুরা আগামীকাল বুধবার (২৫ এপ্রিল) রাত ৮টা পর্য়ন্ত নিবন্ধনের সময় পাবেন। এরপর নিবন্ধনের সময় বৃদ্ধি করা হবে না।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেসরকারি ব্যবস্থাপনায় মাত্র ২৩৬ জন ছাড়া অন্য কোটায় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়েছে।

২০১৮ সালে হজে বেসরকারি ব্যবস্থাপনার নির্ধারিত এক লাখ ২০ হাজার জনের বিপরীতে প্রতি ৪৫ জন হজযাত্রীর জন্য একজন করে গাইড ও মোনাজ্জেমসহ মোট তিন হাজার ৪০০ জনের সংখ্যা সংরক্ষণ করা হয়েছিল।

চলমান নিবন্ধন কার্য়ক্রমে দেখা যায়, এক লাখ ২০ জনের বিপরীতে ৪৫ জনের জন্য একজন গাইড হিসেবে প্রকৃত সংখ্যা দাঁড়ায় দুই হাজার ৬০৯ জন। অন্যদিকে নিবন্ধনে অংশগ্রহণকারী ৫৫৫ এজেন্সির মোনাজ্জেমের সংখ্যা ৫৫৫ জন। সে হিসেবে গাইড ও মোনাজ্জেম সংখ্যা তিন হাজার ১৬৪ জন। প্রথম পর্য়ায়ে সংরক্ষিত সংখ্যা তিন হাজার ৪০০ থেকে তিন হাজার ১৬৪ বাদ দিলে ২৩৬ জনের কোটা অবশিষ্ট থাকে।

অপেক্ষমাণ তালিকা থেকে ২০১৮ সালে হজ নিবন্ধনের জন্য নির্বাচিত যে সব হজযাত্রীর এজেন্সি ন্যূনতম কোটা পূরণ করতে পারবে না তারা জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী সমন্বয় করে লিড এজেন্সি নির্ধারণের মাধ্যমে স্থানান্তর করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST