খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার রাজশাহী যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী এ দিন সকালে তিনি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (এএসপি) শিক্ষা সমপানী কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং অভিবাদন গ্রহণ করবেন।
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (এসপি) আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী ৩৫তম বিসিএসসের এই নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হবে। বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ