নাটোর প্রতিনিধি: পঞ্চম ও শেষ ধাপে আগামীকাল অনুষ্ঠিত হবে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচন। এ লক্ষে দুপুরে নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল সহ নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়। ভোট কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে এসময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মিদের ব্রিফিং দেন পুলিশ
সুপার সাইফুল্লাহ আল-মামুন। মোট ১ লাখ ৩ হাজার ৪৭৪ জন ভোটারের এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। পরিবর্তিত সময় অনুযায়ী আগামীকাল ১৮ জুন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৫৩টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।খবর২৪ঘণ্টা, জেএন