নিজস্ব প্রতিবেদক : আগামীকাল মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি আবার খুলছে রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজ। সোমবার শাহ মখদুম মেডিকেল কলেজের জরুরি একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেয়া হয়। শাহ মখদুম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ এরফান রেজা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ১৫ তারিখ শাহ মখদুম মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশৃঙ্খলা এড়াতে একাডেমিক কাউন্সিলের সভায় মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
তার প্রেক্ষিতে সোমবার জরুরি সভা ডাকা হয়। সেই সভায় মঙ্গলবার থেকে কলেজ হোস্টেল খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। আজ সোমবার থেকে কলেজের হোস্টেল খুলে দেওয়া হবে বলে জানানো হয়। উল্লেখ্য, রেজিস্ট্রেশন অনিশ্চতায় রাজশাহীর বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা লাগাতার আন্দোলন শুরু করে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কলেজ হোস্টেল ও কলেজ বন্ধ ঘোষণা দেয়ার পর শিক্ষার্থীরা কলেজ সংলগ্ন রাস্তায় ও রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করে। এরপর কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হলো।
আর/এস