খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ক্ষমতাসীন দলের আয়োজিত জনসভায় বেলা ৩টায় পৌঁছান তিনি।
এ সময় ডায়াস থেকে শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম স্লোগান দেওয়া হয়। পরে তিনি সভাপতির আসন অলংকৃত করেন।
৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে দিবসটি উপলক্ষে আজ (৭ মার্চ বুধবার) সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ