1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আওয়ামীলীগের বর্ধিত সভা, সভাপতি-সম্পাদকের বর্জন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪ অপরাহ্ন

আওয়ামীলীগের বর্ধিত সভা, সভাপতি-সম্পাদকের বর্জন

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মারচ, ২০২২
নাটোরের লালপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় এবং তা চলে রাত পর্যন্ত। তবে ওই সভা বর্জন করেছে নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও নাটোর-১ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সমর্থিত লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী।
গত ১৯ মার্চ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালের সভাপতিত্বে নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি , সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান,সাবেক এমপি আবুল কালাম আজাদ, নাটোর -১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী সহ অন্যান্য নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান দলীয় প্যাডে শুক্রবার ২৫ মার্চ দুপুর তিনটায় লালপুর উপজেলা
আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে মর্মে সংশ্লিষ্ট সকলকে অবগত করে। কিন্ত পূর্ব নির্ধারিত উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার আগেই নাটোর -১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ইসাহক আলী স্বাক্ষরিত  দলীয় প্যাড বিহীন সাদা কাগজে বর্ধিত সভা করা হবে না মর্মে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। কিন্তু জেলা নেতৃবৃন্দ যথাসময়ে বর্ধিত সভা হবে মর্মে সাফ জানিয়ে দেন। সেই হিসাবে নির্ধারিত সময়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভার ব্যানারে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে নাম ছিল নাটোর -১ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ, সভার সভাপতি হিসাবে উপজলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু এবং সঞ্চালনায় নাম ছিল সাধারণ সম্পাদক ইসাহাক আলীর। কিন্তু সেই বর্ধিত সভায় সাবেক এমপি আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী অনুপস্থিত ছিল।
জেলা আ’লীগ কতৃক পূর্ব নির্ধারিত লালপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সভাপতির অনুপস্থিতিতে লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল
এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি। প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -১(লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সৈয়দ মোর্তজা বাবলু, নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন, লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল,
সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন নান্টু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান,  আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফজালুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, ওয়ালিয়া
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, সাধারণ সম্পাদক পলাশ, এবি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান আসলাম হোসেন, কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিউল ইসলাম শফি, পরিষদের চেয়ারম্যান আনছারুল ইসলাম প্রমূখ।
বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST