খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া নারীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
সোমবার রাতে এ তথ্য জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
তিনি বলেন, সোমবার সকালে শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন ৫০ বছর বয়সী ওই নারী। সেখানে দুপুরে তিনি মারা যান। রাতে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। তিনি নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়ার বাসিন্দা।
এর আগে রোববার করোনা শনাক্তের পর এক প্রতিবন্ধী শিশুকে ওই হাসপাতালের আইসোলেশন ইউনিটে আনা হয়। পরে ওই রাতেই তার মৃত্যু হয়। জেলায় এ নিয়ে তিনজনের মৃত্যু হলো।
খবর২৪ঘন্টা/ বিআ