খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে একাদশতম আইপিএলের আসর। ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার মিলিয়ে এবার ১১২২জন ক্রিকেটারকে রেজিস্ট্রেশন করা হয়েছে। তবে আগামী ২৭ এবং ২৮ জানুয়ারি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে উঠবে ৫৭৮ জন ক্রিকেটার। যার মধ্যে ভারতীয় ক্রিকেটার ৩৬০ জন এবং বাকি ২১৮ জন বিদেশি ক্রিকেটার।
নিলামে ওঠা খেলোয়াড়দের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছে আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশি তারকা সাকিব আল হাসান আছেন মারকিউ-২ সেটে। সাকিব ছাড়াও এ ক্যাটাগরিতে রয়েছেন ডুয়াইন ব্রাভো, গৌতম গম্ভীর, গ্লেন ম্যাক্সওয়েল, জো রুট, যুবরাজ সিং, কেন উইলিয়ামসন।
এছাড়া নিলামে মারকিউ-১ সেটের তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, ফাফ ডু প্লেসিস, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আজিঙ্কা রাহানে, মিচেল স্টার্ক ও বেন স্টোকস। মারকিউ-১ এবং মারকিউ-২ এ দুইটি সেটের ক্রিকেটাররা তালিকায় সেটের ক্রমিকানুসারে প্রথম দুইয়ে রয়েছে।
এছাড়া নিলামে ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন অ্যালেক্স হেলস, এভিন লুইস, শন মার্শ, লেন্ডল সিমন্স, টম লাথাম, কলিন মুনরো, রস টেলরের মত তারকারা। অলরাউন্ডার তালিকায় রয়েছেন থিসারা পেরেরা, জেমস ফকনার, বেন স্টোকস, কার্লোস ব্র্যাথয়েট, মইন আলি, রবি বোপারা, ডোয়াইন স্মিথের মতো এক ঝাঁক তারকারা।
এছাড়াও ডেল স্টেইন, মরনে মরকেল, লাসিথ মালিঙ্গা, কাগিসো রাবাদা, মিচেল জনসন, প্যাট কামিন্সের মতো বিধ্বংসী ফাস্ট বোলাররা। তারকা স্পিনারদের মধ্যে রয়েছেন তাবরাইজ শামসি, আদিল রশিদ, মিশেল সান্টনার, মুজিব জাদরান, নাথান লিয়ন, অ্যাডাম জাম্পা, ইশ সোধি, ইমরান তাহির, কুলদীপ যাদব, রাশিদ খান, স্যামুয়েল বদ্রিরা। উইকেট কিপারদের তালিকায় রয়েছেন লুক রনকি, দীনেশ রামদিন, কুইন্টন ডি কক, জস বাটলার, জনি বেয়ারস্টোসহ আরো অনেকে।
খবর২৪ঘণ্টা.কম/রখ