1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আইপিএলের জন্য ক্ষতি হল জনের ‘পরমাণু’র - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

আইপিএলের জন্য ক্ষতি হল জনের ‘পরমাণু’র

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্কসম্প্রতি মুক্তি পেয়েছে ‘পরমাণু দ্য স্টোরি অফ পোখরান’ ছবিটি৷ ‘ক্রিয়ারাজ’ প্রোডাকশন হাউজের সঙ্গে আইনি সমস্যার পর অবশেষে জন লড়াই করে জিতে নিয়েছেন ছবিটির রাইটস৷ কারণ জনের কথায়, এই ছবিটি তাঁর সন্তানের মতো৷

জন অ্যাব্রাহাম এবং গোটা টিমের অনেক আশা ছিল ফিল্মটি নিয়ে৷ তবে ২৫ তারিখ ছবির মুক্তির পর তেমন আশানুরূপ ফল পাননি কেউই৷ খুব কম দর্শকই আছেন যাদের ছবিটি ভালো লেগেছে৷ প্রথমদিন বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারল না ‘পরমাণু’৷

ইন্ডাস্ট্রির ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ, বক্স অফিসে ছবির ব্যর্থতার জন্য সোজাসুজি দোষ দিয়েছেন আইপিএলের সেমি ফাইনালকে৷ সঙ্গে এও ট্যুইট করেছেন যে, ছবির প্রোমোশনও সেরকম ভাবে করা হয়নি৷ তাই ছবিটি অসফল হয়েছে৷

প্রথমদিন বক্স অফিসে মাত্র ৪.৮২ কোটি আয় করেছে ‘পরমাণু’৷ অনেকগুলি প্রেক্ষাগৃহে দেখানো হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে মুভিটি৷ শনি এবং রবিবার ছবিটি কেমন ব্যবসা করে তাই এখন দেখার বিষয়৷ তরনের মতে শনি এবং রবিবারের মধ্যে হয়তো সিনেমাটির ব্যবসা ভালোর দিকে যেতে পারে৷

জনের প্রযোজনায় তৈরি ছবিটির চিত্রনাট্যও বেশ ঘেঁটে গিয়েছে বলে মনে করছেন দর্শকরা৷ তবে কিছু দর্শকের বেশ পছন্দ হয়েছে ‘পরমাণু’৷ তাদের মতে ছবির ক্লাইম্যাক্স নাকি দর্শকদের টানটান করে বসিয়ে রেখেছিল৷ ছবিতে জন ছাড়াও অভিন করেছেন, বোমান ইরানি, ডায়না পেন্টি সহ অনেকে৷ পরিচালনায় ছিলেন অভিষেক শর্মা৷

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST