বিনোদন ডেস্ক: নিউ ইয়র্কে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছেন পিগি চপস৷ সম্প্রতি তাঁদের রোম্যান্সে বাঁধা পড়েছে৷ প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে আইনি নোটিস পাঠালো বৃহন্মুম্বই মিউনিসিপল কর্পোরেশন৷
আন্ধেরি ওয়েস্টর ওয়াশিওয়াড়া নামক একটি জায়গায় অবৈধ নির্মাণের জন্য তাঁকে চিঠি পাঠানো হয়৷ বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপল কর্পোরেশন) জানিয়েছে, অভিনেত্রীর অফিস বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে৷ অফিসের পাশাপাশি একটি কমার্শিয়াল বিল্ডিংও তৈরি করেছেন নায়িকা৷ এই কারণেই আইনি নোটিস পাঠানো হয় অভিনেত্রীকে৷
পাঁচজনের অভিযোগপত্রের ওপর ভিত্তি করেই এমন পদক্ষেপ নিয়েছেন বিএমসি৷ সেই পাঁচজন, মিউনিসিপল কর্পোরেটরদের সঙ্গে সেই অবৈধ নির্মাণটি পরিদর্শন করতে যান৷ সেখান থেকেই মাথাচারা দেয় বিভিন্ন সমস্যা৷ একই এলাকা ‘করিজমা’ নামক একটি স্পা রয়েছে৷ সেই স্পা এবং স্যালনের একটি ফ্লোর বেআইনিভাবে তৈরি করা হয়েছে৷ প্রিয়াঙ্কা ফ্লোরটি মেটজানিন স্টাইলে নির্মাণ করেছেন৷ মির্মাণটি মহারাষ্ট্র রিজিয়নাল টাউন প্ল্যানিংয়ের নিয়মের বাইরে৷ প্রিয়াঙ্কার অফিস এবং স্পায়ের নিরাপত্তারক্ষী একজনই৷
স্পাটির কতৃপক্ষ বিএমসিকে জানিয়েছেন, জায়গাটির জন্য তারা প্রিয়াঙ্কা চোপড়াকে ভাড়া দেন৷ এ বিষয় অভিনেত্রী এবং তাঁর মায়ের সঙ্গে কথা হয়েছে৷
বিএমসির সিনিয়র ওয়ার্ড অফিসার জানিয়েছেন, “আমাদের টিম পরিদর্শনে গিয়ে জানতে পারে, বেআইনি নির্মাণটি কাঁচের দেওয়াল দিয়ে আলাদা করা৷ নোটিসে আমরা নির্মাণের মালিককে বেআইনি দেওয়ালটি সরিয়ে নতুন করে পুরোটা নির্মাণ করার কথা লিখেছি৷ ২০১৩ সালে স্যাঙ্কশন হওয়া লেআউট অনুযায়ী কনস্ট্রাকশনটি করতে৷ যতটুকু জায়গার অনুমতি বিএমসির তরফ থেকে দেওয়া হয়েছে ঠিক সেভাবেই জায়গাটি পুনরনির্মাণ করতে হবে৷ যদি প্রিয়াঙ্কা চোপড়া কাজটি না করতে পারেন তাহলে বিএমসি নিজ উদ্যোগে বেআইনি নির্মাণটি ভেঙে ফেলবে৷”
প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার মুখপাত্র এ বিষয় জানিয়েছেন, “বিএমসির নোটিশ আমরা পেয়েছি৷ অফিসিয়ালসদের সঙ্গে এ নিয়ে কথাও হয়ে গিয়েছে৷ এছাডা়ও যা যা করণীয় সবই ধীরে ধীরে করা হচ্ছে আমাদের তরফ থেকে৷”
জানা গিয়েছে, প্রয়োজন পড়লে বিএমসি প্রিয়াঙ্কা চোপড়ার থেকে বেআইনি নির্মাণের জন্য ক্ষতিপূরণ চাইতে পারে৷ বেআইনি নির্মাণের কারণে প্রিয়াঙ্কা ছাডা়ও কমেডিয়ান কপিল শর্মা, শত্রুঘ্ন সিনহা, আরশদ ওয়ারসি এবং শাহরুখ খানেকে এর আগে নোটিশ পাঠিয়েছে বিএমসি৷
খবর ২৪ঘণ্টা/ নই