খবর২৪ঘণ্টা ডেস্ক: আইনশৃঙ্খলা রক্ষাসহ রাষ্ট্রের যেকোনো দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয় স্বরণিতে নির্মিত তোষাখানা জাদুঘরের উদ্বোধনের সময় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলাসহ রাষ্ট্রের যেই দায়িত্ব দেয়া হবে তা পালনে সচেষ্ট থাকবে সেনাবাহিনী।
বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের দেওয়া মূল্যবান উপহার সামগ্রী দিয়ে এ জাদুঘর স্থাপন করা হয়েছে। তোষাখানা জাদুঘর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
খবর২৪ঘণ্টা, /জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।