1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অ্যাম্বুলেন্স-ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

অ্যাম্বুলেন্স-ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

ভারতের উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) সকালে উত্তরপ্রদেশের বেরেলি জেলার ফতেহগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের ছয় সদস্য রয়েছেন। তারা হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথমে অ্যাম্বুলেন্সটি সড়ক বিভাজকে ধাক্কা দেয় এবং পরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান। অ্যাম্বুলেন্সে থাকা রোগীও দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহতদের শনাক্ত করে পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা পৌঁছালে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, অ্যাম্বুলেন্স চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি প্রথমে সড়ক বিভাজকে ধাক্কা লাগে, এরপর উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এদিকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক টুইট বার্তায় তিনি লিখেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা কামনা করি। নিহতদের আত্মার শান্তি কামনা করছি। সূত্র: এনডিটিভি, এই মুহূর্তে

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST