1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘অ্যাক্সিডেন্ট নয়, খুন করা হয়েছে শ্রীদেবীকে’ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

‘অ্যাক্সিডেন্ট নয়, খুন করা হয়েছে শ্রীদেবীকে’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: অ্যাকসিডেন্ট নয় শ্রীদেবীকে খুন করা হয়েছে৷ এমন মন্তব্য করে এবার শোরগোল ফেলে দিলেন বিজেপি নেতা-সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷

শ্রীদেবী জীবনে কোনদিন মদ খান নি, তিনি মদ খেয়ে বাথটবে ডুবে মারা গেলেন এটা হতে পারে না বলেই মত সুব্রহ্মণ্যম স্বামীর৷ শ্রীদেবীর মৃত্যুর জন্য বলিউড-অপরাধ জগতের সম্পর্ক থাকতে পারে বলেই বোমা ফাটিয়েছেন তিনি৷

শ্রীদেবী কোনদিন মদ খেতেন না। শুধু বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী নন, একই কথা বলছেন সমাজবাদী পার্টির নেতা অমর সিং ও। শ্রীদেবীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সুব্রহ্মণ্যম স্বামী ও অমর সিং। তাঁদের দুজনেরই বক্তব্যে সন্দেহের তীর খুনের দিকেই।

দুবাই পুলিশও এই নিয়ে চিন্তা ভাবনা করছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু জলে ডুবে মৃত্যুর কথাই লেখা হয়েছে। এবং ময়নাতদন্তে মৃত শ্রীদেবীর পেটে অ্যালকোহল পাওয়া গেছে। প্রশ্ন এখানেই। শ্রীদেবী যদি মদ না খেতেন, তাহলে তাঁর পেটে মদ গেল কি করে ?

এদিকে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য! শ্রীদেবীর স্বামী বনি কাপুরের সঙ্গে গতকালই কথা বলে দুবাই পুলিশ। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদে বনি কাপুরের সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে। এদিকে, শ্রীদেবীর ফোনের সমস্ত কল-লিস্টও খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আগে কাকে কাকে ফোন করা হয়েছিল, কেই বা ফোন করেছিল সমস্ত দিক খতিয়ে দেখছে দুবাই পুলিশ। সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তা নিয়ে ধোঁয়াশা দুবাই পুলিশের মনেও।

শ্রীদেবীর মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে একের পর এক রহস্য! প্রকাশ্যে চাঞ্চল্যকর ফরেন্সিক রিপোর্ট। রিপোর্টে প্রকাশ, হোটেলের বাথটবে ডুবেই শ্রীদেবীর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত নয়, জলে ডুবেই মৃত্যু, বলছে ময়নাতদন্তের রিপোর্ট। শুধু তাই নয়, ময়নাতদন্তের রিপোর্টে শ্রীদেবীর শরীরে মিলেছে অ্যালকোহল। মত্ত অবস্থাতেই নাকি মাথা ঘুরে বাথরুমের বাথটবে পড়ে যান শ্রীদেবী। এই রিপোর্ট ঘিরেই নতুন করে তৈরি হচ্ছে জটিলতা এবং রহস্য।

এরপর সুব্রহ্মণ্যম স্বামী ও অমর সিং এর মন্তব্যের জেরে আরও ঘোরালো হয়ে উঠলো শ্রীদেবী মৃত্য রহস্য। তাহলে যিনি মদ ছুঁতেন না, তিনি এত মদ কেন খেলেন? কি কারণে? তিনি নিজে মদ খেয়েছেন না খাইয়ে দেওয়া হয়েছে? প্রশ্ন কিন্তু উঠছে৷ এত ছোট বাথটবে তিনি কি করে ডুবে গেলেন সে প্রশ্নও উঠছে৷

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী আরও একধাপ এগিয়ে বলিউডের সঙ্গে অপরাধ জগতের যোগসূত্রের কথা উসকে দিয়েছেন৷ তবে প্রশ্ন এখানেও৷ অপরাধ জগতের সঙ্গে কি সম্পর্ক ছিল হাওয়া হাওয়াই গার্লের? সমাজবাদী পার্টির নেতা অমর সিংও শ্রীদেবীর মদ না খাওয়ার কথা বলে জল্পনা উসকে দিয়েছেন৷ আসল রহস্যটা তাহলে কি? আগামী কয়েকদিন দুবাই পুলিশের পাশাপাশি সমগ্র ভারতবাসীও এই মৃত্যৃু রহস্য উদ্ঘাটনের দিকেই তাকিয়ে থাকবে৷ কি ভাবে মৃত্যু হল বলিউডের চাঁদনির ?

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST