খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোঁহাই বলেছেন, নাগরিকত্ব সংশোধনী বিল বাস্তবায়িত করতে না পারলে আসামের অনেক বিধানসভা কেন্দ্র মুসলিমদের হাতে চলে যাবে। তাঁর দাবি, অাসমের অনেক জেলা ইসলামিক জেলায় পরিণত হতে চলেছে। এখনই ওই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে অসম ইসলামিক রাজ্য হিসেবে পরিচিত হবে।
মঙ্গলবার অসমের তিনসুকিয়ায় রেলের এক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানের ফাঁকে তিনি ওই মন্তব্য করেন। রাজেন গোঁহাই বলেন, একমাত্র ভাষাই নয়, এই সংকটের সময়ে আমরা যেন ধর্মকে উপেক্ষা না করি। একত্রিত হিন্দুদের ছাড়া মুসলিম আগ্রাসন থেকে রেহাই পাওয়া যাবে না।
জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি প্রসঙ্গে তিনি বলেন, ‘যে চল্লিশ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তাঁর মধ্যে ঊনত্রিশ লাখ হিন্দুদের নাম বাদ গিয়েছে। অসমিয়া ও বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। এভাবে, মুসলিমদের প্রব্রজন ঘটলে অসম ইসলামিক রাজ্যে পরিণত হতে দেরী নেই।’
রাজেন গোঁহাই গত মে মাসে দাবি করেন, অসমের পনেরটি জেলায় বাংলাদেশি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। নাগরিকত্ব (সংশোধনী) বিলের যারা বিরোধিতা করছেন তাদের প্রতি তিনি বাংলাদেশিদের কবলে যাওয়া জেলাগুলো কিভাবে উদ্ধার হবে তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন।
এ প্রসঙ্গে অসম রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের অতিরিক্ত সাধারণ সম্পাদক ও দ্বীনি তালিমী বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির কাশেমি কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোঁহাইয়ের মন্তব্যের সমালোচনা করে বলেছিলেন, ‘অসমে যারা বাংলাভাষী মুসলিম তারা কি অসমিয়া নন? বিজেপি বলতে চাচ্ছে বাংলাভাষী মুসলিমরা সকলেই বাংলাদেশি। সেই ‘ভিত্তিহীন কথা’টাকেই তাঁরা প্রতিষ্ঠিত করার জন্য এসব কথা বলছে।’
মাওলানা আব্দুল কাদির কাশেমি বলেন, ‘ওঁরা এভাবে মুসলিমদের আধিক্য, প্রভাব বা মুসলিমদের সংখ্যা অতিমাত্রায় বেশি হয়ে গিয়েছে এই অপপ্রচারের মধ্য দিয়ে নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৬-এর বিরুদ্ধে আন্দোলনকে দুর্বল করার ষড়যন্ত্র করছে।’
খবর২৪ঘন্টা / সিহাব