খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদের সময় ছাত্রলীগের দুই নেতার অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় তাদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছেন পুলিশ।
রোববার সকালে ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে এ চার্জশিট দাখিল করেন শাহবাগ থানার এসআই আকরাম হোসেন।
২০১৬ সালের ২৭ অক্টোবর রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ হয়। তখন সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে থাকা ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানের অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ার ছবি গণমাধ্যমে আসে।
ঘটনাটি তখন আলোড়ন তোলার পর শাহবাগ থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে মামলা করেন। সাব্বির হোসেন, মো. আশিকুর রহমানসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয় মামলাটি। বর্তমানে তারা দুজনেই জামিনে আছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ