খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে অ্যালান বর্ডার মেডেল জিতলেন স্টিভ স্মিথ৷ একই সঙ্গে তিনি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও হাতে তোলেন৷ এই নিয়ে দু’বার দ্বিমুকুট উঠল স্মিথের তাজে৷২০১৫ সালেও বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন অজি ক্যাপ্টেন৷
রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক সর্বাধিক চারবার করে অ্যালান বর্ডার মেডেল জিতেছেন৷ ক্লার্ক বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন চারবার৷আর পন্টিং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান পেয়েছেন তিনবার৷
বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার হাতে তুলেছেন বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার৷ টানা দু’বার তিনি এই পুরস্কার জিতলেন৷ এই বিভাগে শেন ওয়াটসনের দখলে রয়েছে সর্বাধিক চারটি মেডেল৷গিলক্রিস্ট ও পন্টিং দু’বার করে ওয়ান ডে সেরা হয়েছেন৷
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অ্যারন ফিঞ্চ৷এর আগে ২০১৪ সালেও এই পুরস্কার দখল করেছিলেন তিনি৷ ফিঞ্চ ও শেন ওয়াটসন ছাড়া আর কোনও ক্রিকেটারের একাধিকবার টি-২০ সেরার পুরস্কার হাতে ওঠেনি৷ ওয়াটসন তিনবার জিতেছেন এই খেতাব৷
বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন যাই রিচার্ডসন৷সেরা ঘরোয়া ক্রিকেটারের মুকুট মাথায় উঠেছে জর্জ বেইলির৷ বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন এলিস পেরি৷ ঘরোয়া ক্রিকেটে সেরা মহিলা তারকা নির্বাচিত হয়েছেন বেথ মুনি৷ উঠতি ক্রিকেটারের সম্মান হাতে তুলেছেন জর্জিয়া রেডমাইন৷
খবর২৪ঘণ্টা.কম/রখ