নিজস্ব প্রতিবেদক :
অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির রাজশাহী-২ সদর আসনের এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুকে দেখতে যান রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী এ্যাড. নাদিম মোস্তফা। রোববার সন্ধ্যায় অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিনুকে হাসপাতালে দেখতে যান তিনি। এ সময় তিনি মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও সুস্থতা কামনা করেন। মিনু হৃদরোগ ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজের ২ নং কেবিনে ভর্তি আছেন। গত শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মেডিকেলে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই
ভালো। তার সাথে আরো ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান, এ্যাডভোকেট পান্না ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি রোকনুজ্জামানসহ পুঠিয়া-দুর্গাপুরের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। নাদিম মিনুর পাশে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং দ্রুত তাঁর আরোগ্য কামনা করেন। সেই সাথে নিজের জন্য দোয়া চান তাঁর কাছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে