রাবি প্রতিনিধি:
স্নাতক শেষ বর্ষের অসমাপ্ত পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
একই দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান বরাবর স্মারকলিপি দেন। প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে কিছু বিভাগের চূড়ান্ত বর্ষের পরীক্ষা আটকে যায়। ফলে দীর্ঘ সেশন জটে পড়ার আশঙ্কা করছি। সম্প্রতি বিসিএসসহ বেশকিছু সরকারি-বেসরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আমরা আবেদন করতে পারছি না। এতে করে আমাদের মধ্যে হতাশা বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষায় অংশ নিতে চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আমি শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই এ নিয়ে আলোচনায় বসবে।
এস/আর